November 24, 2024
আন্তর্জাতিক

বিশ্বের চতুর্থ ধনী মুকেশ আম্বানি

করোনা, লকডাউন কোনো বিপর্যয়ই তাকে দমাতে পারেনি। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্সের তথ্যমতে, অর্থনীতির কঠিন ময়দানেও একের পর এক ধনকুবেরদের পেছনে ফেলে সেরা ১০ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজর চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ধনীদের তালিকা নির্মাণকারী নিউ ইয়র্কের সংস্থা, ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইন্ডেক্স জানিয়েছে, মুকেশ ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই স্থান দখল করেছেন। বার্নার্ড আর্নল্ট হলো বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইটোর কর্ণধার।

সম্প্রতি করোনার জেরে লুই ভুঁইটোর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। তবে মুকেশ শুধু বার্নার্ডকেই নয়, চতুর্থ স্থানে নিজের নিজের নাম তুলতে একাধিক বিজনেস টাইকুনকে পেছনে ফেলেছেন। মুকেশ আম্বানি আগে সেরা তিনে রয়েছেন জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ।

শুধু ধনীদের তালিকায় চতুর্থ স্থান নয়, সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। বর্তমানে যার বাজারমূল্য ১৮৯ বিলিয়ন ডলার।

চলতি বছরে রিলায়েন্সের শেয়ার লাফিয়ে বেড়েছে ৪৬ শতাংশ। ফলে মুকেশ আম্বানির ঘরে লক্ষ্মী লাভের অংকটা লাভের অঙ্ক দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এছাড়া মুকেশের মোট সম্পত্তির পরিমাণ ৮শ কোটি ৬০ লাখ ডলার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *