বিশ্ববিদ্যালয় পাচ্ছে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে দুটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা এখনও চূড়ান্ত করা হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কিশোরগঞ্জের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন’ এবং ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশে এখন ৪৮টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুটি নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫০টি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনে ৫৫টি ধারা রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ আইন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি কে হবে, কীভাবে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ হবে এবং সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির বিষয়ে এই আইনের খসড়ায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।