বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চায় সরকার
দক্ষিণাঞ্চল ডেস্ক
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সরকার স্বচ্ছতা চায়। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ এনটিআরসিএ- এর হাতে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে একটি কমিশন গঠন করা যায় কি না সেটিও ভাববার সময় এসেছে বলে জানান মন্ত্রী।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘উচ্চশিক্ষা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘জ্ঞানকে প্রয়োজনমতো প্রয়োগ করতে হবে। জ্ঞানার্জন বাদ দিয়ে শুধু চাকরিমুখী পড়ালেখা করলে তাদের জন্য বিশ্ববিদ্যালয় নয়।’ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোডিং করে পরীক্ষা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।