বিশ্ববিদ্যালয়ে গবেষণায় গুরুত্ব দিন
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খুব একটা প্রধান্য পাচ্ছে না বলে খেদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। কেননা একটি সমাজের ভেতর থেকে যে পরিবর্তন, অন্দর মহলের রীতি-নীতির পরিবর্তনের বহিঃপ্রকাশ হচ্ছে বাইরের উন্নয়ন। আর ভেতরের যে পরিবর্তন আসে গবেষণালব্ধ ফলাফল ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তারাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে উল্লেখ করে তাদেরকে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে।’
তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহবান জানান তিনি। বলেন, ‘চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। ,তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা, সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনোমির। বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। মাছে-ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্ব মাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিরিটাস অধ্যাপক ডক্টর আবুল হাসান সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহেরআফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাফর সাদেক।