January 2, 2025
খেলাধুলা

বিশ্বকাপে বড় কিছু করবে সাকিব : মাশরাফি

 

ক্রীড়া ডেস্ক

বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ঘিরে প্রত্যাশার পারদ উচুতে থাকবেই। যদিও প্রস্তুতিমূলক ম্যাচে বল আর ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। কিন্তু বিশ্বকাপের মূল আসরে ঠিকই বড় কিছু করে দেখাবেন দলের সেরা খেলোয়াড়। এমনটাই মনে করছেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন সাকিব। ৬ ওভার বল করে ৫৮ রান খরচে ২ উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাট হাতে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেছেন।

ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘সাকিবের অফ ডে গেল কিন্তু ঠিকই দারুণভাবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ওর। আমি মনে করি বিশ্বকাপে সে বড় কিছু করবে।’

ভারতের বিপক্ষে ওপেনিং ওভারে দারুণ বল করেছেন মোস্তাফিজ। সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ হেরে গেলেও নিজের প্রথম ৫ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। তার বোলিংও বেশ গোছানো ছিল আর ছিল গতির সমাহার। মোস্তাফিজের এমন পারফরমান্সকেই বড় পাওয়া মানছেন মাশরাফি।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি অনেকটা নির্ভার এজন্য যে মোস্তাফিজ তার পুরনো গতিতে বল করেছে। ভালো বল করার পাশাপাশি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশেপাশে গতি তুলেছে। সে যদি তার স্বাভাবিক বোলিং করতে পারে তাহলে আমাদের বোলিং ভিন্নরূপ পাবে। আমি রুবেল আর সাইফউদ্দিনের কাছ থেকেও অনেক পেয়েছি। আয়ারল্যান্ডে তেমন ভালো না করতে পারলেও আমরা নতুন বলে আরও ভালো করতে চেয়েছিলাম।’

প্রস্তুতিমূলক ম্যাচ বলেই দলের পেসারদের পুরোটা বাজিয়ে দেখা হয়নি বাংলাদেশের। ইনজুরি এখানে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এমন অগুরুত্বপূর্ণ ম্যাচে সব শক্তি ব্যয় না করে স্পিনারদের দিয়েই বেশি বোলিং করিয়েছেন মাশরাফি। ব্যাখ্যাটা তিনি দিলেন এভাবে, ‘মেহেদি হাসান মিরাজ সা¤প্রতিক সময়ে ভালো বল করেছে। এই ম্যাচে, আমরা আমাদের সব স্পিনারদের কথিন সময়ে বল করতে দিয়েছি, যাতে টুর্নামেন্টে তারা বিগ হিটিংয়ের ঝড় সামলানোর মানসিক প্রস্তুতি নিতে পারে।’

অন্যদিকে ব্যাটিং নিয়ে মাশরাফি কিছুটা অখুশি। তার মতে ব্যাটিংটা আর ভালো হতে পারতো। মাশরাফি বলেন, ‘মুশফিক ধারাবাহিকতা বজায় রেখেছে, যেটা গুরুত্বপূর্ণ। লিটস দাস তার কাছে করেছে। তবে তারা দুজনেই সেঞ্চুরি করতে পারলে ভালো হতো। যদি মাহমুদউল­াহ রিয়াদ আর কিছুক্ষণ থাকতে পারতো তাহলে আমরা ৩০০ করতে পারতাম। আমি মনে করি ভারতের উচু মাপের বোলিং আক্রমণের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা আমাদের টুর্নামেন্টে ভালো করতে সাহায্য করবে।’ আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *