November 25, 2024
খেলাধুলা

বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার থাকবেন যারা

 

ক্রীড়া ডেস্ক

১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। আগামীকাল রোববার লন্ডনের লর্ডসে শিরোপা লড়াইয়ে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যাল্ড। সেই ফাইনাল পরিচালনার জন্য ম্যাচ আম্পায়ার এবং কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে আইসিসি।

বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালের পরপরই ফাইনালের জন্য আম্পায়ার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হয়। ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস। এবং ম্যাচ কর্মকর্তা হিসেবে থাকবেন রড টাকার, আলিম দার এবং রঞ্জন মাদুগালে­।

অস্ট্রেলিয়ার রড টাকার থাকবেন থার্ড আম্পায়ার হিসেবে। চতুর্থ কর্মকর্তা বা রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আলিম দার এবং রঞ্জন মাদুগালে­ দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারির।

ধর্মসেনা এবং ইরাসমাস আম্পায়ার ছিলেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেমিফাইনালে। ম্যাচটিতে আলিম দার ছিলেন থার্ড আম্পায়ার এবং মাদুগালে­ ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ভারত-নিউজিল্যান্ড সেমিতে থার্ড আম্পায়ার ছিলেন রড টাকার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *