বিশেষ বিমানে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপিকে
বিশেষ বিমানে করে রাজশাহী-৫ আসনের করোনা আক্রান্ত সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নেয়া হয়।
গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের করোনা শনাক্ত হয়। পরদিন রোববার থেকে তিনি রামেক হাসপাতালে ভর্তি ছিলেন।
এমপি প্রফেসর ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তবুও তাকে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।
এমপির পরিবারের কোনো সদস্য করোনায় আক্রান্ত হননি বলেও জানান শফিক তরফদার।