বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা বেশ কয়েকবছর যাবৎ খুলনার বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের প্রয়োজনীয় সেবা পেতে নানামুখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে এই মহতী কাজে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ দেলওয়ারা বেগম, বিশিষ্ট সমাজ সেবক শ্যামল সিংহ রায়, কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা খান।
আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: সাবির খান, মো: আব্দুস সালাম শিমুল, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের খুলনা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার ইমদাদ হোসেন, শেখ হেদায়েত হোসেন, ডা: মোসাদ্দেক বাবলু, নুরুন্নাহার হীরা, এস,এম, মিশকাতুল ইসলাম, মো: সবুজুল ইসলাম, মো: রাকিবুজ্জামান মানিক, মো: নাজমুল হোসাইন, মো: রফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, কৃষ্ণা দাস, মো: বুলবুল আহম্মেদ প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ