April 21, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার ঈদ উপহার

খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে ঈদ বস্ত্র উপহার প্রদান করেছে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা। শনিবার সকাল ১০টায় মহানগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ দেলওয়ারা বেগম, নগর আ’লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার, খুলনা-২ আসনের সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী ড, সাঈদুর রহমান, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা খান, ভাইস প্রিন্সিপাল গাউচ উদ্দিন শিকদার, খুলনা সদর থানা মহিলা আ’লীগের সভাপতি পারভীন ইলিয়াস, মোহম্মদ আমিরুল ইসলাম বাবু, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ সাবির খান, সাজেদা ইসলাম, মোহম্মদ আব্দুস সালাম শিমুল,খাদিজা কবীর তুলী, এস,এম মিশকাতুল ইসলাম, নাগরিক ফোরাম ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি শেখ হেদায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার আব্দুর রাজ্জাক, সবুজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, দিবাকর রায়, নাজনীন জাহান সৌমী, বনানী সুলতানা ঝুমু, কৃষ্ণা দাশ, ফারহানা চৌধুরী, মোহাম্মদ ওমর কামাল, খাদিজা খাতুন, নাজবীর অমি, জেরিন সুলতানা, শেখ মোহাম্মদ আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ সাবির খান।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *