বিশাল মিছিল নিয়ে খুলনায় যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে শেখ সুজন
দ. প্রতিবেদক
খুলনায় ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে শুরু হয়েছে আওয়ামী যুবলীগের বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ। এই সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা নগরীর সিএন্ডবি কলোনী মাঠে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে শেখ সুজনের নেতৃত্বে মিছিল বের হয়। ধারণা করা হচ্ছে প্রায় ২০ হাজার লোকের অংশ নিয়েছেন এই মিছিলে।
জানা গেছে, নগরীর সদর, সোনাডাঙ্গা থানার পাশাপাশি খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা যুবলীগের নেতাকর্মীরা শেখ সুজনের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছেন। এর বাইরে নগরীর প্রস্তাবিত বর্ধিত অংশ যোগিপোলসহ অন্যান্য এলাকার নেতাকর্মীরাও আছেন এই মিছিলে।
আব্দুর রহিম নামে এক পথচারী জানান, ‘আমি খুলনায় জন্মগ্রহণ করেছি। কারো মিছিল এতো বড় হয় তা আজ দেখলাম। সত্যিই শেখ সুজন খুলনায় অনন্য। তার নেতৃত্বে যুবলীগ আজ সুসংগঠিত।’
ইশতিয়াক আহমেদ নামে এক অটোচালক বলেন, ‘খুলনায় এত বড় মিছিল খুব কমই দেখেছি। সুজন ভাইয়ের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ তা এই মিছিল দেখলেই বোঝা যায়।’
এ বিষয়ে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, ‘এই সমাবেশ থেকে প্রমাণ হবে জনগণ আওয়ামী লীগের সাথে আছে। দলে দলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। এই সমাবেশ থেকে বেকারত্বের হার কমাতে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই সেটিই তুলে ধরা হবে।’
উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, কেসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
সমাবেশে সভাপতিত্ব করবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন ও সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। খুলনা মহানগর ও জেলাসহ যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা যুবলীগের প্রায় দেড় লক্ষাধিক নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।