November 26, 2024
আন্তর্জাতিক

বিশালদেহী আইএস নেতাকে আটক করে বিপদে ইরাকি বাহিনী

দক্ষিণাঞ্চল ডেস্ক

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ পর্যায়ের এক বিশালদেহী নেতাকে আটক করেছে ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা। আটকের পর ইরাকি সেনারা মোটামুটি বিপদেই পড়েন। কারণ ১৩৬ কেজি ওজনের ওই নেতাকে জিপে তোলা যায়নি। ট্রাকে করে বহন করতে হয়েছে।

বিশালদেহী ওই নেতার নাম শিফা আল-নিমা। তাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়। শিফা আল-নিমা যিনি আবু আব্দুল বারি নামেও পরিচিত। তাকে আটক করে ট্রাকে করে নিয়ে যাওয়ার বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে।

আইএসের এই কথিত মুফতির ফতোয়া মেনেই আইএস সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল বলে জানাচ্ছে সোয়াট। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে। কেউ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলে তাকে হত্যার ফতোয়া দিতেন এই নেতা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *