বিরোধী দলীয় উপনেতা খুলনা আসছেন আজ
তথ্য বিবরণী
বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় এরশাদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি ১ ফেব্রæয়ারি (শনিবার) সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।