November 26, 2024
আন্তর্জাতিক

বিরক্ত হয়ে ডিনামাইটে টেসলার গাড়ি উড়িয়ে দিলেন মালিক

ব্যাটারি বদলাতে গিয়ে হতবাক হয়ে যান টেসলা এস মডেলের মালিক তৌমাস কাতাইনেন। তিনি ফিনল্যান্ডের নাগরিক।

গাড়িটির প্রতি বিরক্ত হয়ে শেষে গাড়িটিকে জ্বালিয়েই দিয়েছেন সে। শুধু গাড়ি জ্বালিয়েই ক্ষান্ত হননি তৌমাস, পুরো ঘটনার ভিডিও বানিয়ে ইউটিউবেও ছেড়ে দেওয়া হয়েছে।

 

তৌমাস বলেন, আমি টেসলার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, যখন জেনেছি এর একটি ব্যাটারি বদলাতে আমাকে ২০ হাজার ইউরো (প্রায় সাড়ে ২২ হাজার ডলার বা ১৯ লাখ টাকা) খরচ করতে হবে।

তিনি বলেন, গাড়িটিতে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ায় নিকটস্থ টেসলা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রায় একমাস পরে ফোন করে বলা হয়, সেটি ঠিক করতে ২০ হাজার ইউরো খরচ হবে।

পরে বিরক্ত হয়ে গাড়িই জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৌমাস। ৩০ কেজি ডিনামাইট ব্যবহার করে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গাড়িটি জ্বালিয়ে দেওয়ার আগে তার ভেতরে রাখা হয় টেসলা নির্বাহী ইলন মাস্কের পুতুল।

ইউটিউবের ভিডিওতে দেখা যায়, বরফের চাদরে মোড়া এলাকায় দু’একটি বাড়ি দেখা যাচ্ছে। তার মধ্যেই ধৈর্যের সঙ্গে গাড়ির গায়ে ডিনামাইট বাঁধছেন এক ব্যক্তি। সেই কাজ শেষ হলে সবাই দূরে সরে আসেন। তার পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *