বিমানবন্দর সড়কে দম্পতিকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার
ঢাকার বিমানবন্দর এক দম্পতিকে চাপা দেওয়া আজমেরী গ্লোরি বাসের চালককে গ্রেপ্তার করেছে সিআইডি
দুর্ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সোমবার গাজীপুর থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে সিআইডির (ঢাকা মহানগর) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেইটের পাশে দুর্ঘটনায় মারা যান আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)।
আকাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর মিতু একটি হোটেলে চাকরি করতেন।
দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে দুজন মোটরসাইকেলে করে সকালে গুলশানে কর্মস্থলে যাওয়ার পথে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। সেখানেই তারা মারা যান।
পুলিশ কর্মকর্তা শেখ ওমর বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান।
“ঘটনার পর সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে ঘটনার অভিযানে নেমে গাজীপুরে আত্মগোপন করে থাকা তসিকুলকে গ্রেপ্তার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বাসের হেলপারসহ আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় সোমবার বিমানবন্দর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।