বিমানবন্দরের শৌচাগারে চার কোটি টাকার সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে কমোডের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৭০ টুকরো সোনার বিস্কুট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার শৌচাগারে সোনার বারগুলো পাওয়া যায় বলে বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উদ্ধার করা সোনার ওজন আট কেজি ১৯০ গ্রাম; আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা।“কোন ফ্লাইটে সোনার বারগুলো বিমানবন্দরে এসেছে, কে এখানে ফেলে গেছে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটা তদন্ত করে দেখা হচ্ছে।”
এর আগে ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করে বিমানববন্দর কাস্টমস।
রিয়াদুল ইসলাম বলেন, “একজন যাত্রী এক কার্টনের বেশি সিগারেট সঙ্গে আনতে পারেন না। একটি ফ্লাইটে এতজন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখার বিষয়।”