December 26, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সহ অত্র এলাকা হিন্দু সম্প্রদায় ভক্তদের  আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে র‌্যালি, আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে কৃষ্ণাদিয়া রাধাগোবিন্দ মন্দির থেকে একটি র‌্যালী বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাজার মন্দিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত  আলোচনাসহ ধর্মীয়গান ও প্রার্থনা আরতিসহ দেশ মাতৃকার মঙ্গল কামনা করা হয়।

র‌্যালীতে অংশ নেন পশারগাতী ইউনিয়ন পুজা উৎযাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল কুমার দে, ইউপি সদস্য নির্মল কান্তি সাহা, সমাজ সেবক কৃষ্ণ অধিকারি, ইউপি সদস্য সুবাস চন্দ্র ঘোষ, সামজ সেবক রাধা বল্লব দাস, মুকুল চক্রবর্তী, শিক্ষক নিলরতন শীল, ব্যাংক কর্মকর্তা গনেশ চন্দ্র শীল, রামপদ সাহা প্রমুখ। আয়োজক কমিটির সভাপতি জানান আমাদের এই এলাকায় অনেক বছর ধরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আলোচনা সভা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানটি নিয়মিত করে আসছি। আসা করি আমাদের রাধাগোবিন্দ মন্দিরে প্রতিবছর এ অনুষ্ঠান উৎযাপন করা হবে।

কয়রা : কয়রা উপজেলা সদরের শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির ও শ্রীশ্রী গোবিন্দ মন্দিরের আয়োজনে, এবং কয়রা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের সহযোগিতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত ২৩ আগস্ট বিকালে উপজেলা সদরে শোভাযাত্রা সনাতন ধর্ম মন্দিরে আলোচনা সভা অনুষ্টিত হয়।

কয়রা সদরের সনাতন ধর্ম মন্দিরের সভাপতি ডাঃ হর প্রসাদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন, এসএই নিমাই চন্দ্র কুন্ড, অধ্যপক আশুতোষ কুমার রায়, মাস্টার মিহির কান্তি মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি মাস্টার অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, জগদীজ কুমার মজুমদার, কানাই চন্দ্র মন্ডল, ননী গোপাল মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করেছে। এ উপলক্ষে পিলজংগ সার্বজনীন জন্মাষ্টমী মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার দুপুর ১২টা ধর্মীয় শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপূর্বে পিলজংগ সাধের সাধুর বটতলা শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহবায়ক জীবন কৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ। অঞ্জন কুমার দে ও সুমন ধর এর যৌথ উপাস্থনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ দাশ শিমির কুমার, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, প্রভাষক মুরারী মোহন পাল প্রমুখ। এসময় বলাই চন্দ্র দাশ, ইউপি সসদস্য সাধান কুমার দে, সংকর কুমার দত্ত, শিক্ষক রিংকু চক্রবর্তী, উৎপল দাশ, অলোক সেন, তপু রায় চৌধুরী, রঞ্জন দে, জয়দেব দে, রতন কুমার চাটার্জী, মিলন দাশ, দেবাশীষ দাশ, আশিষ রায় চৌধুরী, প্রান্ত দে, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন টুটুল, শাহাজান আলী, যুবলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম সহ অসংখ্য ভুক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টামী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও এ্যাড. রফিকুল ইসলাম পিটু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, থানার অফিসার ইনচার্জ শোঃ শাহীন, যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাসমুদ্দিন দফাদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার প্রমুখ।

কলারোয়া: কলারোয়া পূজা উদযাপন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৫ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ‘জন্মষ্ঠমী উৎসব’ উদযাপন করা হয়েছে। শুক্রবার পৌরসভাধীন তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

উদ্বোধন করেন-কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। এর আগে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভসূচনার পর অনুষ্ঠানে ভক্তিগীতি ও ভজন কীতর্ন পরিবেশন করেন মুরারীকাটির হরিবাসর স¤প্রদায়ের মাস্টার উত্তম পাল। ভাগবত আলোচনা করেন কপিলমুনির ভক্তিমতি তাপসী দেবীদাসী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার পালের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সাতক্ষীরা ডে-নাইট কলেজের উপাধ্যক্ষ মায়নুল হাসান, নামাচায্য ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রামলাল দত্ত, আনন্দ ঘোষ, রবীন ঘোষ, দিলিপ অধিকারী চান্দু, কাত্তির্ক মন্ডল, সুনিল সাহা, হরেন্দ্রনাথ রায়, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, রনজিৎ ঘোষ, উজ্জল দাশ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, পরিতোষ ঘোষ সোনা, সন্তোষ সরদার, রামপ্রসাদ দাস, জয় দাস, মধুসূদন ঘোষ, গোপাল ঘোষ বাবু, আদিত্য বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *