November 24, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন স্থানে মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়।

বটিয়াঘাটা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিতে¦ জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল কবির, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্না বিশ^াস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার, কার্তিক চন্দ্র বিশ^াস, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মÐল, আলহাজ¦ আশিকুজ্জামান আশিক, শেখ হাদীউজ্জামান হাদী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান,  সাংবাদিক প্রশান্ত বিশ^াস, পরিতোষ রায়, শাওন হাওলাদার, বুদ্ধদেব মন্ডল, শাহীন বিশ^াস প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা আ’লীগ, থানা পুলিশ সহ প্রসাশনের বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুবঋণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অপরদিকে আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অনুরূপ এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মৃন্ময় পাল, আকরাম হোসেন, মোহাম্মদ আলী মীর, প্রদীপ বিশ^াস, পলাশ রায়, রবীন্দ্রনাথ দত্ত, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, গোবিন্দ রায়, সুধাংশু রায়, মোঃ জাকির হোসেন (লিটু), নজরুল ইসলাম, গোবিন্দ মল্লিক, অলোক মল্লিক, অরিন্দম গোলদার, মিজানুর রহমান মিজান প্রমুখ। অন্যদিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর পক্ষ থেকে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রতিকৃতিতে মাল্য দান, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা দাউনিয়াফাঁদ এর নিজস্ব কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অরবিন্দু মহালদার, নারায়ন চন্দ্র সরকার, সুবির মল্লিক, প্রদীপ ঠিকাদার প্রমুখ।

ডুমুরিয়া : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচির মধ্যদিয়ে খুলনার ডুমুরিয়ায় মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে দিনের কর্মসূচি শুরু হয় এবং সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মুজিববর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাাপিত বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে¢ শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং ভাতাভোগীদের হাতে কার্ড তুলে দেয়া হয়।

শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।

আরো বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, আছফর হোসেন জোয়ারদার, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ভাতা ভোগী কার্ড বিতরণ করেন।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী।

কয়রা : কয়রায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, ইত্যাদি।  সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সকাল ৬টায় কয়রা উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনকে নিয়ে জাতির পিতার নবনির্মিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামী সভাপতি জি এম মোহসিন রেজাসহ দলের নেতাকর্মীদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বঙ্গবন্ধু আজ নেই। তার দুটি স্বপ্ন ছিল। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করা এবং এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন। বঙ্গবন্ধুর প্রথম স্বপ্নটি পূরণ হয়েছে। আর দ্বিতীয় স্বপ্নটি পূরণের জন্য তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় স্বপ্নটি বাস্তবায়নের পথ কুসুমাস্তীর্ণ নয়। দিনটি উদযাপন উপলক্ষে কয়রা উপজেলা আওয়মীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, আরোও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ,খয়রুল আলম,  জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, প্রভাষক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুল্লাহ আল মামুন লাভলু, এইচ এম হুমায়ুন কবির, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, আছাফুর রহমান, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সহসভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা সহকারী কমিশনার ভুমি নূর-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অভিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মিজান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, সমাজ সেবা অফিসার অনাথ কুমার মন্ডল,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এছাড়া কয়রা  উপজেলা ছাত্রলীগ,আওয়ামীলীগের  সকল অঙ্গ সংগঠন জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ সহ নানা আয়োজন করেন। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম মোহসিন রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারী কমিশনার ভুমিকা নুরে-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, কৃষি অফিসার মিজান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, অধ্যক্ষ আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তেরখাদা : গতকাল তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ,থানা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কোরআন খানি, র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসনঃ সকাল ১০টায় উপজেলা  প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ সি (ল্যান্ড) মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এস এম আব্দুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহীদুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনঃ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে  আলোচনা সভা, কোরআন খানি, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, আওয়ামীলীগ নেতা কে এম আলমগীর হোসেন, এস এম বদরুল আলম বাদশা, চৌধুরী আবুল খায়ের, শেখ তবিবুর রহমান,কাজী আক্তার হোসেন,ডাঃ এইচ এম পারভেজ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *