December 21, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাতক্ষীরা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর নেতৃত্বে একটি  র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমন প্রমুখ। র‌্যালিটি তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়াদ্দার, মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ মাগফুর আলী লালু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া: ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মোল্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, ইকরামুল হোসেন, শফিকুল খান, সায়েদুজ্জামান বাবু, খান আবুল কালাম, জিয়াউর রহমান জীবন, হাবিবুর রহমান, পারভেজ গাজী, সেকত মোল্যা, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, আঃ খালেক, এনামুল হোসেন, আব্দুল হালিম, রফিকুল ইসলাম, কবির হোসেন, এনামুল মল্লিক প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুল জলিল।

পাইকগাছা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, পঞ্চানন সানা, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, আলহাজ্ব মুনসুর আলী গাজী, শংকর দেবনাথ, নির্মল চন্দ্র অধিকারী, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল কান্তি মন্ডল, নির্মল বৈদ্য, সরদার মোজাফ্ফর হোসেন, পবিত্র মন্ডল, আঃ কুদ্দুস সানা, শেখ গোলাম রব্বানী, এস এম শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মাসুমা বেগম, কৃষকলীগের উপজেলা যুগ্ম আহবায়ক প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, তাঁতীলীগের দেবব্রত রায় দেবু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, এড. শেখ আবুল কালাম আজাদ, জগদীশ রায়, কেডি বাবু, আকরামুল ইসলাম, যুব মহিলা লীগের মিসেস ময়না বেগম, শেখ জুলি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফরহাদুজ্জামান তুষার, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, ছাত্রলীগের উপজেলা সভাপতি এস এম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদেক হোসেন।

ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *