January 19, 2025
আঞ্চলিক

বিভিন্ন স্থানে মীনা দিবস পালন

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুকসুদপুর (গোপালগঞ্জ) : “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মীনা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে অংশগ্রহ করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান. সাবেক আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সহকারী শিক্ষা অফিসার শিহাব খান, প্রাথমিক শিক্ষক নেতা ওহিদুল ইসলাম, রফিকুল বারী প্রমুখ। র‌্যালী পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিুকল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পাইকগাছা : পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর রণজিৎ কুমার মিস্ত্রী, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, দেবাশীষ দাশ, আছাদুজ্জামান, ঝংকর ঢালী, রফিকুল ইসলাম, সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আব্দুর রাজ্জাক বুলি, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, চুমকি রায়, মহসিন আজম ও এসএম আমিনুর রহমান লিটু।

তেরখাদা : গতকাল তেরখাদায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে মীনা দিবস ২০১৯ উপলক্ষ্যে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাথমিক শিক্ষা অফিসার  শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে চিত্রাংকন প্রতিযেগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত কুমার বিশ্বাস, দেবাশিষ সিং, সৈয়দ আন্তাসির রহমান, প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার মল্লিক, সহকারী শিক্ষক মোঃ আসলাম মোল্যা, লিপিকা পাত্র, আশরাফুল আলম, আবুল হাসান, খাইরুল মোবাশ্বর, সুফিয়া খাতুন, নুর জাহান, অনন্যা সরকার প্রমুখ।

কলারোয়া (সাতক্ষীরা) : মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় মিনা দিবস উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, আশিকুজ্জামান, হুমায়ন কবীর প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক পারুল আখতার, মুজিবুর রহমান, রেহেনা পারভীন, আব্দুল ওহাব মামনু, অনুপ কুমারসহ সকল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে ১২জন চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আসাদুর রহমান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *