বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে গত শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বটিয়াঘাটা : বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদ বেদিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙিকম হালদার, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, উপজেলা আ’লীগের সম্পাদক দিলীপ হালদার সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। পরে দিবসের প্রত্যুষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকমন্ডলী, শিক্ষক ও শিক্ষার্থী সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন এর উদ্যোগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা মহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকালে প্রভাতফেরী বের হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অপর্ন করে শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, ডাঃ শাহরিয়ার শামিম, মৎস্য অফিসার অভিজিৎ শীল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পুস্পেন কুমার শিকদার প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলতলা : খুলনার ফুলতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ পালিত হয়। ২১শের প্রথম প্রহরে ফুলতলার আসাদ রফি গ্রন্থাগারের শহীদ মিনারের বেদিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কাজী জাফর উদ্দিন, ওসি মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ, আওয়ামী লীগের পক্ষে মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বিএনপির পক্ষে শেখ শেখ আবুল বাশার, ওয়াহিদুজ্জামান নান্না, মনির হাসান টিটো, শহীদ আসাদ রফি গ্রন্থাগারের পক্ষে আব্দুল মোস্তাকিম, অধ্যক্ষ শফিউল্লাহ সরদার, বণিক কল্যাণ সোসাইটির পক্ষে মনির হাসান টিটো, রবীন বসু, এস কে মিজানুর রহমান, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদ) গাজী নওশের আলী, জাতীয় পার্টির আঃ আজিজ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মটর শ্রমিক ইউনিয়নের সনজিত বসু, ওয়াহিদ মুরাদ পিন্টু, ভ্যান শ্রমিক ইউনিয়নের জাফর হাওলাদার, হাফিজুর রহমান বিশ্বাস, খুলনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহফুজুর রহমান, সরকারি ১১ থেকে ২০ গ্রেডের পক্ষে পির আলী বিশ্বাস ছাড়াও আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠন সমূহ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে।
এদিকে নির্ধারিত সময়ে উপজেলার সরকারি ও বেসরকারি ভবন, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা প্রশাসন আয়োজনে শুক্রবার সকালে উপজেলা চত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। শহীদ আসাদ রফি গ্রন্থাগারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদক আব্দুল মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, অধ্যক্ষ সমীর কুমার ব্র²। এছাড়া উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, লিটল এ্যাঞ্জেল কিন্ডার গার্টেন, ফুলতলা পাবলিক স্কুল, মডেল কিন্ডার গার্টেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া : ডুমুরিয়ায় বিন¤্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক, সাংস্ককৃতিক, পেশাজীবি সংগঠন পুষ্পমাল্য অর্পন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু’দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, দিবাগত রাতে ডুমুরিয়া কলেজ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী (প্রভাত ফেরি), কবিতা আবৃতি প্রতিযোগীতা, শুদ্ধভাবে বাংলা বানান লেখা প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভিন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং অন্যান ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
পাইকগাছা : পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও থানাসহ বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকালে এক প্রভাত ফেরী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ওসি (অপারেশন) শাহীনুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষার্থী ইবরার রহমান ইভা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম। অনুরুপভাবে দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও ভাষা আন্দোলনের উপর মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।