বিভিন্ন স্থানে নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা
দক্ষিণাঞ্চল ডেস্ক
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা, উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরগুলো এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পাইকগাছা : পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, কাউন্সিলর কবিতা দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, শিক্ষক প্রণব বিশ্বাস ও শিক্ষার্থী মোনালিসা আহমেদ।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক অপূর্ব কান্তি ঘোষ, প্রশিক্ষক লুৎফুন্নাহার, অফিস সহকারী খাদিজা খাতুন, অফিস সহায়ক জিহাদ, কাইয়ুম, সাথী, আইজিএ প্রশিক্ষক শান্তা দাশ, ফারজানা ইয়াসমিন প্রমূখ।
তেরখাদা : গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মুজিববর্ষে নারী দিবস পালন উপলক্ষে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ মেনন রায়, উকিল উদ্দীন লস্কার ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খান সেলিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, তথ্য ও আইসিটি কর্মকর্তা যুথিকা। এ ছাড়া অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও সভাপতি আইজে প্রকল্পের ষষ্ঠ ও সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করেন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিণ সিদ্দীকী। সমাবেশ সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।
তালা (সাতক্ষীরা) : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় মানববন্ধন, নারী সমাবেশ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেরা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা মহিলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দাকোপ : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ১০টায় এ লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য (মহিলা আসন-৩০) এ্যাডঃ গেøারিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, ডাঃ নীপা রায়, এস আই মমিন, অধ্যাপক লিপিকা বৈরাগী, নবযাত্রা প্রকল্পে নাসরিন মোনোয়ারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও এনজিও প্রতিনিধিবৃন্দ।