January 9, 2025
আঞ্চলিক

বিভিন্ন স্থানে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে রালি ও আলোচনা সভা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

দাকোপ : দাকোপে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার খুলনা ইশরাত জাহান, খুলনা সিভিল সার্জন  ডাঃ এ এসএম আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, থানা অফিসাস ইনচার্জ মোঃ মোকাররম হোসেন,ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদেরসহ ইউনিসেফ বাংলাদেশ এবং ইউএসএআইডি-এর প্রতিনিধিবৃন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ডাঃ শামীম-উজ-জামান, ডাঃ সাইফুদ্দীন আহম্মেদ, ডাঃ মোঃ তোফাজ্জল হোসাইন, পরিসংখ্যানবিদ মোঃ এনায়েত আলী। জনস্বার্থে স্বাস্থ্য সচেতনতা,পুষ্টি ও খাদ্য বিষয়ক সচেতনা, হাসপাতাল চত্ত¡রের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিয়ান এবং সন্ধায় চালনা পৌরসভাস্থ বৌমার গাছতলায় স্বাস্থ্য, পুষ্টি  ও স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শিত হয়েছে।

ঝিনাইদহ : ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনষ্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জনের ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ,জেলা ক্রীড়া সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।  এসময় বক্তারা সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি রালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মুকসুদপুর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. রায়হান ইসলাম শোভনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনিম উল হাবিব, ডা. বুদ্ধদেব মন্ডল, ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকাল ১০টায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, ডাঃ আসাদুল্লাহ হিল গালিব, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ দাশ, ডাঃ শাহরিয়া শামিম, ডাঃ সিয়াম মাহমুদ, ডাঃ মৌসুমী ইয়াসমিন প্রমূখ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, ডাক্তার ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ কামরুজ্জামান, ডাঃ তৌফিকুল ইসলাম, ডাঃ লায়লাতুন নেছা, ডাঃ সৌমেন বিশ্বাস, ডাঃ রুমি প্রমুখ। উল্লেখ্য মঙ্গলবার ফিতা কেটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।

খানজাহান আলী থানা : জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯  উপললক্ষে নগরীর মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে মীরেরডাঙ্গার বিভিন্ন এলাকার সড়ক  প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়। র‌্যালীতে হাসপাতালের ডাক্তার, নার্স এবং ষ্টাফবৃন্দ অংশগ্রহণ করেন। পরে হাসপাতালের অডিটরিয়ামের জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডাঃ উদয় বরণ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট  ডাঃ সামছুজ্জোহা, আর.এম.ও  ডাঃ কামাল হোসেন,  ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ,  খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন। হাসপাতালের হিসাব রক্ষক মোঃ শহীন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন মাসুদ পারভেজ সোহেল,  সৈয়দ আলী রেজা নান্নু, মোঃ জসিম উদ্দিন, তারেক মাহমুদ কচিসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাইকগাছা : পাইকগাছায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা এসএম মারুফ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সুজন কুমার সরকার, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ ও নিজাম উদ্দীন মোল­া।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *