November 28, 2024
আঞ্চলিকলেটেস্ট

বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালিত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য দিয়ে সাজানো হয়েছে এ ডেস্কটি।

ফুলতলা : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টায় এক আলোচনা সভা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ কাজী জাফর উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, আরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হাজী সাইফুল ইসলাম।

মাহফুজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক শামসুল আলম খোকন, বণিক নেতা মাহাবুব আলম মিঠু, কামরুজ্জামান, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণু দাস, আবিদ হাসান, রমজান মাহমুদ অরণ্য প্রমুখ। পরে অতিথি, সমবায়ী এবং সমবায়ী প্রতিষ্ঠানকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাতক্ষীরা : ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষ্যে সাতক্ষীরায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বঙ্গবন্ধু সকলকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সমবায় প্রতিষ্ঠাতা করেছিলেন। সাতক্ষীরায় সমবায় সমিতির মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে। অনেক দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলার সমবায় কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, রাম প্রসাদ ঢালী, মোখলেছুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানে সমবায় অঙ্গণে যুযোপযোগি বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৫০টির অধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ-সভাপতি হেনরী সরদার।

পাইকগাছা : খুলনার পাইকগাছায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে  জাতীয় ও সমবায়ী পতকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় করকর্তা বেনজির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদারন আলী আহসান, রাড়ুলী সেন্ট্রাল কোঃ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস আই মোস্তাফিজুর রহমান, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফ.এম.এ আঃ রাজ্জাক।

বক্তব্য রাখেন মোর্ত্তজা আলমগীর রুলু, সন্তোষ কুমার সরকার, বিজন মন্ডল, এম মোসলেম উদ্দিন আহম্মেদ, আশোক ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, বৈদ্য নাথ মন্ডল, গাজী শহিদুল ইসলাম, দীলিপ ঢালী, অধিবাস সানা, দ্বীজেন্দ্রনাথ মন্ডল, অমরেশ মন্ডল, কৃষ্ণা রানী কবিরাজ, শুকুরুজ্জামান, ইব্রাহীম খলিল, বাসুদেব কবিরাজ, ভল্টন মন্ডল ও ফারুক আহম্মেদ। পরে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতারণ করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *