December 24, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত

দক্ষিণাঞ্চল ডেস্ক

কয়রা : কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী শেষে এক  আলোচনা  সভা গত ১ নভেম্বর সকাল ১০টায়  টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কয়রা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান এড.কমলেস কুমার সানা।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ খান। বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, সাংবাদিক আলহাজ্ব  সদর উদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার মোঃ আছাদুল ইসলাম, অফিস সহকারী কামরুজ্জামান, ন্যাশনাল সার্ভিস এসোসিয়ানের সভাপতি আল আমিন ফরহাদ, সহ-সভাপতি রোকনুজ্জামান কাজল প্রমুখ।

তেরখাদা : তেরখাদা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে সকাল ১১টায় বিশেষ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় যুব ঋণের ৭ লক্ষ ২০ হাজার টাকা ৮২ জন যুবক যুবতীর মধ্যে বিতরণ করেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফত হোসেন মুক্তি ও নাজমা আয়ুব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান, রিসোর্স কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী দারিদ্র কর্মকর্তা নারায়ন চন্দ্র সহ উপজেলার বিভিন্ন এলাকার উপকার ভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদায়ী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের  মুকসুদপুরে পালিত হলো জাতীয় যুব দিবস ২০১৯। এ উপলক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যলি করা হয় উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা। স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান। সভা পরিচালনা করেন ইমরান হোসেন মিয়া। এসময় ৪৩ জন যুবকের মধ্যে যুব ঋণ মোট সাত লাখ চল্লিস হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া মুকসুদপুরের দেবি যুব নাট্য গোষ্ঠি বহুগ্রাম, পল্লিমঙ্গল যুবসংঘ দিগনগর, মানব উন্নয়ন সংস্থা জলিরপাড় প্রত্যেক যুব সংগঠনকে ২০০০০/= ( বিশ হাজার) টাকা করে মোট ষাট হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *