November 26, 2024
আঞ্চলিক

  বিভিন্ন স্থানে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

দক্ষিণাঞ্চল ডেস্ক

বটিয়াঘাটা : জাতীয় ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গতকাল বুধবার বেলা ১২টায় বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষি অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও  চঞ্চলা মন্ডল, উপ-পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, জেলা বীজ প্রনয়ন অফিসার ঝন্টু কুমার সাহা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা নিপা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান, মোঃ গফফার গাজী প্রমূখ। সভার পূর্বে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

পাইকগাছা : পাইকগাছায় ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত ইঁদুর নিধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার মন্ডল। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম, কৃষক অনুক‚ল ব্যনার্জী ও শ্যামাপদ মন্ডল। অনুষ্ঠানে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী প্রতিষ্ঠান হিসেবে সরল আইপিএম কৃষি ক্লাবকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সার ও কীটনাশক ব্যবসায়ী সহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আসুন সম্পদ ও ফসল রক্ষায়’ ‘সম্বিলিতভাবে ইঁদুর নিধন করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্তের সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, কৃষক আবুল মুনসুর, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ অফিসার নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, শেখ নাজির আহম্মেদ, বিপ্লব কুমার দাশ, প্রদীপ মন্ডল, সুমন বাগচী, দেবদাস বালা, বিপুল মজুমদার, বিপুল পাল, অভিজিৎ গাইন, সলেমান হোসেন, তানিয়া রহমান, আফরোজা মুমু, শাহনিরা মুস্তারী সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *