বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
পাইকগাছা : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এস এম আয়ুব আলী, দীপক কুমার মন্ডল, মোজাফ্ফার হোসেন সরদার, আরশাদ আলী বিশ্বাস, জি এম ইকরামুল ইসলাম, পঞ্চানন সানা, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, শেখ ইকবাল হোসেন খোকন, বিজন বিহারী সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, মাসুমা খাতুন, শেখ আনিছুর রহমান মুক্ত, কাজল কান্তি বিশ্বাস, তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা বিমল পাল, কেডি বাবু, জাহিদুল ইসলাম, আবু হানিফ সোহলে, মিজানুর রহমান, জহুরুল হক সানা, বিনয় কুমার মন্ডল, শেখ জুলি, নাজমা কামাল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মোঃ শফিকুল ইসলাম, গৌতম রায়, বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ নেতা ফরহাদুজ্জামান তুষার, এস এম মাহিব হোসেন, পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি কবির উদ্দীন সরদার, রাকিব হোসেন, ফারুক হোসেন, শেখ জামাল হোসেন, মোঃ আব্দুল গফফার মোড়ল, মোঃ রমজান আলী, মোঃ মনিরুল ইসলাম গাজী। অনুষ্ঠানের শুরুতেই দলীয় নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন।
কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৯ উপলক্ষে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে উপজেলা সমাজ সেবা কার্যালয় বয়স্ক ভাতা পরিশোধ বই বিতরণ করে।
গতকাল বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা সমাজ অফিসার প্রজিত রায়, সিনিয়র ফিল্ড সোপার ভাইজার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মুকসুদপুর পৌরসভার ৯ ওয়ার্ডে ৯৪জন কে ভাতার বই প্রদান করা হয়।
ফকিরহাট (বাগেরহাট) : শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে গতকাল বুধবার সকাল ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শূভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস। উদযাপন কমিটির আহŸায়ক শেখ শামীম ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দিপালী রানী বিশ্বাস, প্রভাষক অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, মোছঃ আতাউন্নছা, সালমা খাতুন এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন খাতুন, রুমকি বিশ্বাস, আরিফুল গাজী, মোঃ রাসেল শেখ, মোহনা খাতুন, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম প্রমূখ।