January 22, 2025
আঞ্চলিক

বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী দেবী পূজা উদযাপিত

দক্ষিণাঞ্চল ডেস্ক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভির্য আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রী-শ্রী সরস্বতী দেবী পূজা উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দিরসহ হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে এই পূজার আয়োজন করা হয়। বীণাপানি স্বরস্বতী দেবীকে শিক্ষা ও সংস্কৃতির প্রতীক হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন।

বাণী অর্চনার মাধ্যমে এই পূজা বহুকাল যাবত উদযাপিত হয়ে আসছে। কলারোয়া পৌর গীতা পরিষদ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, বেত্রাবতী হাইস্কুল, হরিতলা পূজা মন্ডপ, মুরারিকাটি পালপাড়া পূজামন্ডপ, তুলশীডাঙ্গা ঘোষ পাড়া পূজা মন্ডপ, গোগ রাধা গোবিন্দ মন্দির, সোনবাড়িয়া শ্যামসুন্দর মঠ মন্দিরসহ বিভিন্নস্থানে পূজা আর্চনায় অংশ নেন এ ধর্মের শিক্ষার্থীসহ অনেকে। পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে ভোগ সরবরাহ করা হয়।

পৃথক এ সকল পূজা অনুষ্ঠানে কলারোয়া গীতা পরিষদের পৌরসভার সভাপতি সৌরভ দত্ত, সাধারণ সম্পাদক পল্লব মন্ডল বাপ্পা, শোভন দত্ত, প্রশান্ত দেবনাথ, পরিমল রায়, কৃষ্ণ চৌধুরী, তাপস, গৌতম, আকাশ, সুব্রত, অমিত, বরুন, সজীব, শুভ,আদিত্য, অভিশেষ চৌধুরী, প্রশান্ত বেদ নাথ, সুভজিৎ চৌধুরী, পার্থ মন্ডল, শেখর, সুজিত, শিখা, শ্রাবণী, জয়ন্ত, আকাশ, মিছুন, সুব্রত হালদার, শান্ত কুমারসহ সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্দির ও বাড়ীতে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যপক উৎসাহ, উদ্দিপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় পূজা শুরু হয় এবং বানী অর্চনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়। পূজা উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, এসএমসির সভাপতি অনাদী বিশ্বাস, শিক্ষক মনিমোহন অধিকারী, মিথুন রায়, মায়া মজুমদার, মিতা রানী গোমস্তা, ইতি মজুমদার, মুক্তিপদ রায়, অলোক কুমার পাল, হীরামন মন্ডল, এসএমসির সদস্য রঞ্জন বালা, গোলক মহন্ত, বিন্দু কবিরাজ, শ্রীবাস পাড়ই, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরামন মন্ডল, এসএমসির সদস্য নীহার রঞ্জন বাগচী, সুরঞ্জন মালাকার, নির্মল মজুমদার সহ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আঃ সাত্তার, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, শিক্ষক নাসির উদ্দিনসহ শিক্ষার্থী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *