বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ডুমুরিয়া প্রতিনিধি জানান, ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে। তারই ধারাবাহিকতায় উপজেলার একমাত্র অষ্টম শ্রেনী অনুমোদিত সাহস-জয়খালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
বক্তব্য দেন শিক্ষক জাহাঙ্গীর আলম, জেনিফা সুলতানা, তৃপ্তি মল্লিক, অঞ্জনা রানী হালদার, ফাতিমা খাতুন, দ্বীপা মন্ডল, রিয়াজুল ইসলাম। অনুরূপভাবে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে আয়োজিত বই বিতরনী সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। বক্তব্য দেন অবঃ প্রধান শিক্ষক এসএম নুরুল ইসলাম, নওশের আলী মোড়ল, বিলাস মুখার্জী, জিন্নাত আলী মোল্যা, আলামিন খান, আশুতোষ অধিকারী, হাবিবুর সরদার,রফিকুল মহলদার, রেজাউল করিম প্রমূখ।
ফুলবাড়ীগেট প্রতিনিধি জানান, বছরের ১ম দিনে ফুলবাড়ীগেট, তেলীগাতি, শিরোমণি, গিলাতলার বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব ২০২০ পালিত হয়েছে। দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খান মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা খাতুনের পরিচালনায় বক্তৃতা করেন সরদার হাফিজুর রহমান, শেখ আব্দুস সামাদ, শেখ জাহাঙ্গীর হোসেন, রেহানা বেগম, সুমনা বেগম, হেলেনা বেগম, আমেনা বেগম, কর্তধর ঢালী, মোঃ ভেমর সরদার, শেখ নিজাম উদ্দিন, শেখ আবুল হোসেন, মোঃ মহসিন, মিয়া খালিদ হোসেন, সোহেল সরদার, শেখ ইমদাদুল ইসলাম, মিয়া সোহানুর রহমান প্রমুখ।
গিলাতলা আলহাজ্ব গাজী মেছের আহম্মেদ সরঃ প্রাঃ বিদ্যালয় সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফেরদৌসি আরার পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী শিক্ষক সরদার মহসিন আলী, শেখ নাজমুল হোসেন,জাহানারা পারভিন, দিপংকর কুমার শীল, মোল্যা হায়দার আলী, গাজী জাকির হোসেন, বাচ্চু প্রমুখ। গিলাতলা দঃপাড়া সাখাওয়াত মেমোরিয়াল সরঃ প্রাঃ বিদ্যালয় সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম রাসেল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা রবি’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহজামাল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সকাল ১০টায় তেলীগাতি সরঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শিরিন আক্তারের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলীগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা থানা অফিসার্স ইনচার্জ কাজী রিজাউল করিম। যোগীপোল ইউপি সদস্য কাজী সহিদুল ইসলাম পিটু, মাহফুজা বেগম, গাজী ইনামুল কবির, এ্যাড. ফকির হুমাউন কবির প্রমুখ। খানা বাড়ী গার্লস হাই স্কুল সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম ইসহাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিসুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমোদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মুন্সি লিয়াকত হোসেন সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় “পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২০” পালিত হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা দেবাশীষ চোৗধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। এরপর, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে জেলার চাহিদা অনুযায়ী ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিচ বই এবং চাহিদা অনুযায়ী জেলায় প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিচ বই বিতরন করা হয়েছে। এদিকে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, মোংলা নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পাঠপুস্তক বিতারন করা হয়েছে। প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরনের জন্য সরকার প্রদত্ত এ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
গতকাল বুধবার সকাল ১০টায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বিভিন্ন স্কুলে পৌছে কোমলমতী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। উপমন্ত্রী বর্তমান আওয়ামী লীগ সরকারের সরকারের প্রশংসা করে বলেন, তাদের স্বদিচ্ছার কারনে বছরের প্রথম দিন শিশুরা নতুন বই হাতে পেয়েছে। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
এ সময় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুসসহ আরো অনেকে।
পাইকগাছা প্রতিনিধি জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। এ জন্য সরকার শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, হাজার হাজার প্রতিষ্ঠান জাতীয়করণ ও বিনামূল্যে বই বিতরণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এমপি বাবু আরো বলেন, শিক্ষাখাতে সরকার যুগপোযোগী পদক্ষেপ গ্রহণ করায় কমে এসেছে ঝরে পড়ার হার। বেড়েছে শিক্ষার মান ও পাশের হার। শিক্ষার সুযোগ থেকে কেউ যাতে বঞ্চিত না হয় এবং যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কৃষি, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছে।
তিনি বুধবার সকালে পাইকগাছার ল²ীখোলা কলেজিয়েট স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও প্রভাষক মসিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, আওয়ামী লীগনেতা বিভ‚তি ভ‚ষণ সানা। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ আলহাজ্ব কেএম মেজবাহুল হক। বক্তব্য রাখেন, ইউপি সদস্য কেএম হাসানুজ্জামান, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, শেখ জামাল হোসেন, শহিদুল্লাহ কায়সার, আব্দুল গফফার মোড়ল, ছাত্রলীগনেতা মাহফুজুর রহমান মানিক ও রায়হান পারভেজ রনি।
তেরখাদা প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় তেরখাদায়ও সকাল ১০টায় উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় তেরখাদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ১১টায় পশ্চিম কাটেংগা, বেলা ১২টায় তেরখাদা মডেল প্রাথমিক ও ১টায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এবং দুপুর ২টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ এর প্রধান উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, আওয়ামী লীগ সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাতমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রিসোর্স কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ও সমীর কুমার চন্দ্রসহ স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।