বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রূপসা (খুলনা) : রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তজার্তিক দূযোর্গ প্রশমন দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস গত ১৩ অক্টোবর সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে শেষ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আবদুল্লা যোবায়ের,ফারহানা আফরোজা মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।
যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় সভাপতিত্ব বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু,বন কর্মকর্তা মুজিবুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তানভির হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ প্রমূখ