September 8, 2024
আঞ্চলিক

বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দক্ষিণাঞ্চল ডেস্ক

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুস্পেন শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, পরিসংখ্যান কমৃকর্তা সরদার আমজাদ হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, মন্ডল মধুসুদন,  সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ইন্দুরকানী (পিরোজপুর) : “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” প্রতিপাদ্য বিষয়ের আলোকে ইন্দুরকানী উপজেলা চত্বরে আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্নাঢ্য রালী ও র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা বিভাগ ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

এ সময় এ্যাডঃ এম মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান, ইন্দুরকানী এর নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে অন্যান্যে মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের, উপজেলা প্রাঃ শিক্ষা অফিসার পূরবী রানী দাস, উপজেলা প্রাঃ সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আহসান, ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, উপজেলা প্রাঃ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন ও আলতাফ হোসেন প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস-২০১৯ উপলক্ষে রবিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, কেশবপুর সরকারী পাইলট উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উন্নয়ন কর্মী এম এ হালিম প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *