বিভিন্ন রাজ্যে বুথ লুট করেছে বিজেপি : মমতা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ছিলেন অন্তরালে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরে সংবাদ মাধ্যমের সামনে এলেন তিনি। আসন কমলেও ভোট বেড়েছে তার আগের লোকসভা নির্বাচনের হিসেব তুলে ধরে এমনই দাবি করলেন।
প্রবল সা¤প্রদায়িক মেরুকরণ ঘটানোর অভিযোগও তুলেছেন বিজেপির বিরুদ্ধে। সরাসরি তুললেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। আর তার সঙ্গে জুড়লেন ‘সেটিং’ তত্ত¡। কমিশনের সঙ্গে যোগসাজশে বিভিন্ন রাজ্যে বুথ লুঠ করেছে বিজেপি আর বাংলায় বিভিন্ন আসনে এক লাখ করে ভোট ‘প্রোগ্রামিং’ করে রাখা হয়েছিল— তার সন্দেহ এই রকমই। খবর আনন্দবাজারের।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমের কাছে। এর আগে ভোটের ফলাফল শেষে যা বলেছিলেন মমতা বলেছিলেন, তাতে কিন্তু তৃণমূলের বা তার সরকারের পক্ষে কোনও খামতির স্বীকারোক্তি রইল না। বিজেপির কাছে বড় ধাক্কা খাওয়ার অজুহাত হিসেবে ঘুরে ফিরে বারবারই বরং উঠে এলো নানা রকম চক্রান্ত ও অশুভ আঁতাতের তত্ত¡।