December 25, 2024
আঞ্চলিক

বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান

খবর বিজ্ঞপ্তি
গতকাল সকাল বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার শেখ আমজাদ হোসেন দাদাভাই (বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক) ও ফজর আলী হাওলাদার-এর নেতৃত্বে প্রায় দুই শতাধিক বিভিন্ন দলের নেতাকর্মীগণ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর নিকট ফুলের তোড়া দিয়ে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ও বক্তব্য রাখেন গাজী গহর, ডাঃ সৈয়দ আবুল কাশেম, জি এম বাবুল, সাঈদ মোড়ল, রহমত আলী খান, প্রিন্স হোসেন কালু, বি এম কামরুল ইসলাম, ডুমুরিযা উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রহমান, পীর মোহাম্মদ হালদার, শামসুর রহমান, আব্দুল হামিদ খান, গাজী মোশাররফ হোসেন প্রমুখ। সভায় কেন্দ্রী যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, আগামী দিনে জাতীয় পার্টি সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি জাতীয় পার্টির পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *