December 27, 2024
আঞ্চলিক

বিভিন্ন জায়গায় শহীদ দিবস পালন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামীলীগ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, জেলা চিংড়ি হ্যাচারী পোনা ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে একুশে ্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রভাতফেরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ বাবর আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাজী তোকারম হোসেন, শহীদ এমএ গফুরের ছেলে আনোয়ার জাহিদ রবিন, মেয়ে তামারা হক ছন্দা। উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত সরকার, মিলিজিয়াসমিন, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, সহসভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্মসম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ডাঃ পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রæয়ারী মহান শহীদ দিবস আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদার সাথে পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী পালন শেষে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম পিটু উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।

অপরদিকে উপজেলা বগা আর এন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচী পালন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, আওয়ামী লীগনেতা এস এম বাবর আলী, আলতাফ হোসেন, অধ্যক্ষ আলী হাসান, শিক্ষক নিখিল দাস, মধুতোষ চৌধুরী প্রমুখ।

রামপাল প্রতিনিধি

শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন রামপালের সর্বস্তরের মানুষ। মধ্যরাতে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বিভিন্ন   শ্রেণিপেশার মানুষ। রাত ১২টা মিনিটে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, রামপাল প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান। সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। ছাড়া উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্ল্যা আঃ রউফ, রামপাল থানার অফিসারইনচার্জ শেখ লুৎফর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, সরদার বোরহান উদ্দিন, চয়ন মন্ডল, ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ সাদি প্রমুখ।

দাকোপ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ নেতৃত্বে ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এসময়ে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দাকোপ প্রেসক্লাব, চালনা পৌরসভা, উপজেলা লীগ, জাতীয় পার্টি,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাচ ধারণ পূর্বক নগ্ন পায়ে উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, পরে শহীদ মিনার চত্বরে ভাষা আন্দোলনের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের জন্য দোয়া বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা পরিষদ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাসহ কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *