বিভাগে করোনা আক্রান্তের অর্ধেকই খুলনা জেলার, শনাক্ত আরও ১৬১
দ. প্রতিবেদক
বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের মধ্যে শীর্ষে অবস্থান করছে খুলনা জেলা। ১০ জেলার মধ্যে এখন পর্যন্ত খুলনায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজারেরও বেশি। যেখানে অন্যান্য জেলার কোনটিতে এক হাজার রোগী এখনও শনাক্ত হয়নি। সেখানে শুধুমাত্র খুলনা মহানগরীতেই শনাক্ত রোগীর সংখ্যা দেড় হাজারের বেশি। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার ল্যাবে আরও ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট, বাকি ১৫৮ জনই নতুন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ৩৫৬টি। এদের মধ্যে মোট ১৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ১৫৫ জন খুলনা জেলা ও মহানগরীর। খুলনায় শনাক্তদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট, বাকি ১৫২ জন নতুন। এছাড়াও বাগেরহাট জেলার দুইজন, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার একজন করে রয়েছেন।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনায় এখন পর্যন্ত ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৬২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, বিভাগে করোনা আক্রান্তদের শীর্ষে অবস্থান করছে খুলনা। বিভাগে এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২২৭৫ জন রয়েছেন। অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ১৯৭ জন, চুয়াডাঙ্গা ২৩০ জন, যশোরে ৭০৮ জন, ঝিনাইদহে ২৩৬ জন, কুষ্টিয়ায় ৬৫২ জন, মাগুরায় ১৪৮ জন, মেহেরপুরে ৮০ জন, নড়াইলে ২২২ জন ও সাতক্ষীরায় ১৮৫ জন রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন ১ হাজার ৬৬৬ জন। বাকিদের মধ্যে দাকোপে ৫১ জন, বটিয়াঘাটায় ২৬ জন, রূপসায় ১০০ জন, তেরখাদায় ৩১ জন, দিঘলিয়ায় ৬৩ জন, ফুলতলায় ৯০ জন, ডুমুরিয়ায় ৪৭ জন, পাইকগাছায় ৩৪ জন ও কয়রায় ১৫ জন রয়েছেন।