বিভাগীয় সমাবেশ সফলে নগর ছাত্রদলের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৫ জুলাই খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবু। সংগঠনের নগর সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।
বক্তৃতা করেন রিয়াজ শাহেদ, মুজাহিদুল ইসলাম টনি, ইফতেখারুজ্জামান নবীন, মিজানুর রহমান বাবু, আব্দুলাহ কিমিয়া সাদাৎ, সত্যানন্দ দত্ত, আব্দুলাহ আল মামুন, বিলাল হোসেন, আল আমিন হাওলাদার, আশিকুর রহমান, মোঃ ইমরান বিশ্বাস, আশিকুর রহমান অনি, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, আরিফুর রহমান আরিফ, শাহারিয়ার বাবু, মামুনুর রহমান মামুন, মাহিম আহম্মেদ রুবেল, মোঃ মাসুদ রানা, আজমাইন হোসেন রাসেল, খাইরুল ইসলাম পিয়াস, হেলাল হোসেন, মোঃ রাকিব হাসান, বেলাল সরদার, মোঃ শাকিল আহম্মেদ, শেখ মোঃ রাজীব, জিএম মাসুদ রানা, আব্দুল আহাদ শাহীনসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।