বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ৫ মার্চ
তথ্য বিবরণী
খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ আগামী ৫ মার্চ খুলনা পাবলিক কলেজে অনুষ্ঠিত হবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলগত এ প্রতিযোগিতায় প্রতিটি দলে ১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে গতকাল রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম।
খুলনা বিভাগের ১০ জেলা এবং খুলনা সিটি কর্পোরেশনসহ মোট ৩৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।