January 15, 2025
আঞ্চলিক

বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

তথ্য বিবরণী

বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ছড়াগান, লোকগান ও দলীয় নৃত্য প্রতিযোগিতার সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের সকল প্রকার অধিকার নিশ্চিত করে তাদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। পড়াশুনার পাশাপশি সকল শিশুকে সাংস্কৃতিক চর্চা এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। পরে প্রধান অতিথি বিজীয় শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় খুলনা, বাগেরহাট, যশোর এবং ঝিনাইদহ জেলার প্রায় একশত ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *