বিভাগীয় ট্রাক শ্রমিক নেতা মফিজের ইন্তেকাল : দাফন
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৬২২) এর বয়রা জংশন শাখার সভাপতি শেখ মফিজুর রহমান মফিজ গতকাল রবিবার রাত ১.৪৫ মিনিটে পালপাড়াস্থ নিজ ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৮ বছর। স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বয়রা-জংশন বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
গতকাল রবিবার মরহুমের নামাজে জানাজা জোহর বাদ শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোয়ালখালি কবর স্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মো: ফারুক আহমেদ, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ, বয়রা জংশন ট্রাক শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: হালিম শেখ, কোষাধ্যক্ষ মো: বাদলসহ শাখার নেতৃবৃন্দ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশররফ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলার মাহাবুবুর রহমান লিটন, সাবেক কাউন্সিলার শেখ জাহিদুল ইসলাম জাহিদ, এলাকার ৫ মসজিদের ইমামগন ও এলাকাবাসী।