বিপিজেএ’র বৈশাখী ভাতা ও উপহার প্রদান
গতকাল শনিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাঞ্জে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার উদ্যোগে সদস্যদের মাঝে বৈশাখী ভাতা ও উপহার প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসি আলী, খুলনা সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান স¤্রাট, সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলা শাখার সহ-সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজলের পরিচালনায় বৈশাখী ভাতা ও উপহার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হক পাপ্পু, আর জি উজ্জ্বল, মো: মানজারুল ইসলাম, এসএম মিন্টু, সাগর সরকার, দেব্রববত রায়, এম এ হাসান, মামুন রেজা, মো: শাহআলম, মো: বাহাউদ্দিন, কাজী শান্ত, মো: সোহেল, মো: হেলাল, মো: সাদ্দাম হোসেন, তুফান গাইন, মো: রাজ্জাক, এস কে শান্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।