বিপিএল ছেড়ে আবার স্মিথকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়…. কিন্তু কেন?
স্মিথের বি পি এল খেলা নিয়ে কত নাটকের জন্ম নিল। সেই নাটকের অবসান ঘটিয়ে স্মিথ আসলো বিপিএল খেলতে।
কিন্তু আবার তাকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়…. কিন্তু কেন?
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে নেমেছিলেন এই অস্ট্রেলীয় তারকা। দুটি ম্যাচ তার নেতৃত্বে খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু ২০১৫ চ্যাম্পিয়ন দের জন্য একটি দুঃসংবাদ হয়ে আসলো যেন স্মিথের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া। চোট পড়াই টুর্নামেন্ট থেকে ছিটকেপড়েছেন অস্ট্রেলিয়ান প্লেয়ার।
গলফার এলবো চোটে ধুকছেন অস্ট্রেলিয়ান এই তারকা। কনুইয়ের ভেতরের অংশে চোট অস্ট্রেলীয় অধিনায়ক এর। এই ব্যথা নিয়ে কোন ঝুঁকি নিতে চান না তিনি তাই নিজস্ব চিকিৎসককে দেখাতে ছুটে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।
সেখানে যেয়ে এমআরআই করাবেন তিনি এম আর আই এর ফল যত দ্রুত ভালো আসবে তত দ্রুত আবার বাংলাদেশে ফিরে আসবেন তিনি।