December 23, 2024
আঞ্চলিক

বিপিএম (সেবা) পদক পাচ্ছেন কেএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার

দ: প্রতিবেদক
২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা” পদক পাচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ২০১৮ সালে যারা সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং সেবামূলক কাজের বিবেচনায় পদক পেতে যাচ্ছেন তাদের তালিকা প্রকাশিত হয়েছে। কেএমপিতে যোগদানের পর থেকে সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগরীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক নির্মূল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যারই স্বীকৃতি স্বরূপ তাঁকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা” প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *