বিপদের সময় যারা মানুষের পাশে দাঁড়ায় তারাই প্রকৃত মানবতার সেবক : মেয়র
নগরীতে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্তদের ঘর প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরীর দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ভষ্মিভুত ঘরগুলি পুন:নির্মিত হওয়ায় স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করেন। সিটি মেয়র গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরগুলির চাবি ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন।
আনন্দঘন এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বিপদের সময় যারা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয় তারাই প্রকৃত মানবতার সেবক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে গৃহহীনদের নতুন ঘর উপহার দিচ্ছেন। এভাবে গৃহহীন সকল পরিবারকে তিনি নতুন ঘর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সিটি মেয়র বর্তমান সরকারকে জনবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিৎ।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডে টিনার বস্তির ৮টি ঘর ভষ্মিভূত হয়। সিটি মেয়র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন। কেসিসি‘র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা প্রশাসন, স্থানীয় কাউন্সিলর শেখ মো: গাউসুল আজমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকেও তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। পরবর্তীতে সিটি মেয়রের আহবানে স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট-কানাডা তাদের ঘরগুলি পুন:নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং ৮ লক্ষ টাকা ব্যয়ে ৮টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করে যা আজ ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মহানগর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ওব্যাট-কানাডার খুলনাস্থ প্রজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা মো: ফারুক হোসেন, মীর মো: লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।