বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ’লীগের ৪ কাউন্সিলর প্রার্থী
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চার কাউন্সিলর প্রার্থী। আর কোনো বৈধ প্রার্থী না থাকায় দুটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডের এই চার প্রার্থীকে আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এই চারজন হলেন- ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের (১৬, ১৭, ২১ নম্বর সাধারণ ওয়ার্ড মিলিয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের (২২, ২৩, ২৬ মিলিয়ে) নিলুফার রহমান।
নারগীস মাহতাব বলেন, আমার সংরক্ষিত ওয়ার্ডে আরও দুই জন প্রার্থী ছিলেন। তারা গতকাল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ জন্য আমি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছি। আমি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে এসেছি। কেন অন্যরা প্রত্যাহার করেছেন সে বিষয়ে জানা নেই বলে মন্তব্য করেন বর্তমান কাউন্সিলর।
নিলুফার রহমান বলেন, আরও ৪ জন মনোনয়নপত্র নিলেও কেউ জমা দেননি। আমিই একমাত্র প্রার্থী ছিলাম এ ওয়ার্ডে। সুতরাং বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলাম। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হননি। ৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এই চার প্রার্থীর ফলাফলও গেজেট আকারে প্রকাশ করা হবে।