January 10, 2025
আঞ্চলিকলেটেস্ট

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাংবাদিক সুবীর রায়ের চির বিদায়

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন প্রতিথযশা সাংবাদিক সুবীর কুমার রায়। শুক্রবার সকালে ভারত থেকে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার ও বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র খুলনা প্রতিনিধি সুবীর কুমার রায়’র মরদেহ খুলনা প্রেসক্লাবে আনা হয়। এসময়ে সহকর্মী সাংবাদিকদের হৃদয় বিদারক কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। শেষ শ্রদ্ধা জানাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, জাতীয় পার্টি খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ ছুটে আসেন ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন খুলনা প্রেসক্লাব। এরপর পর্যায়ক্রমে খুলনা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক পূর্বাঞ্চল ও ট্রিবিউন পরিবার, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, দৈনিক আজকের তথ্য পরিবার, খুলনা জেলা প্রশাসন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, খুলনা দোকান মালিক সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টিয়ান ঐক্য পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখা, দৈনিক তথ্য পরিবার, মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়, খুলনা রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা ও মহানগর, বাগমারা গোবিন্দ মন্দির, দৈনিক সময়ের খবর পরিবার, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখা, খুলনা নগর ও জেলা আওয়ামী লীগ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, অগ্রণী বয়েজ ক্লাব, খুলনা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন, কথক ফোরাম, নাগরিক ফোরাম খুলনা, ন্যাপ, খুলনা মহানগর ও জেলা বিএনপি, টিভি রিপোর্টাস এসোসিয়েশন, ফটো জার্নালিষ্ট এসেসিয়েশন, স্বজন সাংবাদিক ফোরাম, দৈনিক দেশ সংযোগ পরিবার, নগর ছাত্রলীগ, সংবাদপত্র পরিষদ, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, শ্রীমদ্ভগবদীতা সংঘ, রূপান্তর, সাবেক ছাত্রলীগ ফোরাম, হরিজন ঐক্য পরিষদ, জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রয়াত সাংবাদিক সুবীর রায়ের মরদেহ আর্য্য ধর্মসভা মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে তাঁর মরদেহ ছোট মির্জাপুরস্থ নিজ বাসভবনে মাঙ্গলিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয়। এরপর রূপসা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক সুবীর রায়কে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য যারা উপস্থিত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

বিএফইউজে: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর কুমার রায়’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ-সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
এমইউজে: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার সুবীর কুমার রায়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুন্সি আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক শেখ দিদারুল আলম, এমইউজে’র সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন, সাবেক নির্বাহী সদস্য মো. সোহরাব হোসেন ও হারুণ-অর-রশীদ, সদস্য কেএম জিয়াউস সাদাত, মো. তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম নুর, এমএ জলিল প্রমুখ। উল্লেখ্য, সুবীর কুমার রায় বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ভারতের কলকাতার নারায়ণী হাসপাতলে চিৎিসাধীন অবস্থায় পরোলোক গমণ করেন। তিনি ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন।
কেআরইউ: শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি কেএম জিয়াউস সাদাত ও আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কামাল, কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদ, নির্বাহী সদস্য কৌশিক দে প্রমুখ।
বিএনপি নেতা বকুল: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াত সাংবাদিক সুবীর কুমার রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক তথ্য: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার সুবীর কুমার রায়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক তথ্য’র সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বার্তা সম্পাদক নূর হাসান জনি, ষ্টাফ রিপোর্টার এস এম ফরিদ রানা, হাসানুর রহমান তানজির তৌহিদুল ইসলাম তুহিন, আরিফুল হক চৌধুরী, ফটো সংবাদিক শেখ জিকু আলম, ব্যাবস্থাপক কে এম হাসিবুর রহমান প্রমুখ।
কেডিসি: অনুরূপ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, সম্মানিত সদস্য- ড. সৈয়দ হাফিজুর রহমান, আজিজুল হাসান দুলু, সাংবাদিক মো: আবু তৈয়ব মুন্সী, কো: চেয়ারম্যান- অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো: মাহাবুব আলম, তানজিমা জেসমিন, মো: আব্দুল­াহ আল মামুন, মহাসচিব- প্রফেসর তাসরিনা বেগম, যুগ্ম-মহাসচিব ইন্জি: মো: মিজানুর রহমান, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুস সালাম শিমুল, সাংগঠনিক সম্পাদক- ডা: চয়ন বিশ্বাস, শফিকুল আলম বিল্পব, কনিকা চৌধুরী ফারহানা, মো: সাইফুর রহমান সুজন, যুগ্ম-সম্পাদক- জি এম শহিদুল ইসলাম, এ্যাড. হালিমা খাতুন শিউলি সেরনিয়াবাদ(এপিপি), ইন্জি: সাব্বির হোসেন, মো: বাহালুল আলম, সম্পাদক মন্ডলির ডা: জিল­ুর রহমান তরুন, সাংবাদিক মো: হারুন অর রশিদ, জি এম রাসেল ইসলাম, ডা: অনল রায়, রাসেল হায়দার রাজু, গাজী মহিউদ্দিন (প্রধান শিক্ষক), কাজী বেলাল সাইদ, সাংবাদিক জয়নাল ফরাজি, অধ্যক্ষ সাজেদা পারভীন, তাওহিদুল ইসলাম সোহাগ, কাজী তাসকিন আহমেদ শরিফ, মো: লিটন মীর, কাজী আইনুল মুন, ডা: বাপ্পি দাস, শিরিনা পারভীন, মো: আব্দুল হান্নান, মো: রফিকুল ইসলাম, নাজমুল হোসাইন, ইয়াফেজ ইসতিহাদ দীপ, মো: হাসিবুর রহমান ইমন, মো: মাসুদ রানা, মো: শাহারিয়ার রহমান শশী, মো: রুহুল আমীন, সৈয়দ আতিক শাহরিয়ার তাকিম, আব্দুল জলিল সাগর, শেখ তানভীর বারী হামিম প্রমুখ।
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন অসুস্থ অবস্থায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রæত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন কেডিসি’র নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *