বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
দ. প্রতিবেদক
খুলনায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গতকাল শনিবার পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এদিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্টে শাহাদত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অংঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম এ্যাপের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। জুম এ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে শিশু একাডেমির চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ করা হয়। এছাড়া ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সকল সরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের সাথে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেসিসি’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সকালে মেয়র নগর ভবন চত্ত¡রে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, টাউন জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, গ্রোথসেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক দিবসের পোস্টার স্থাপন এবং এলইডি বোর্ডের মাধ্যমে জাতীয় শোক বিষয়ক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যেগে দুই হাজার ৭৫ সংখ্যক বার পবিত্র কোরআন শরীফ খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে স্কুল হেলথ ক্লিনিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। জেলা নির্বাচন অফিস জাতীয় শোক দিবস উপলক্ষে বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ইসলামিক ফাউন্ডেশন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তর তাদের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ করে এবং বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। খুলনার উপজেলাগুলোতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।
কেসিসি : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শনিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নগর ভবনে পবিত্র কোরআনখানি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে সকল প্রকার অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এবং আমরা স্বাধীন দেশ, মানচিত্র ও লাল-সজুবের পতাকা পেতাম না।
কেসিসি’র ক্রীড়া ও সংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে কেসিসি’র প্যালেন মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ শামছুদ্দিন আহমেদ প্রিন্স, মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: মনিরুজ্জামান, শেখ মোশারাফ হোসেন, মোঃ আনিছুর রহমান বিশ্বাষ, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, শেখ মো: গাউসুল আযম, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, লুৎফুন্নেছা লুৎফা, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালাসহ কর্মকর্তা-কর্মচারী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে জাতির জনকসহ ১৫ আগস্টে নিহত সকলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাও: নাসির উদ্দিন কাশেমী।
কুয়েট : খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি (৩য় শ্রেণী), কর্মচারী সমিতি (৪র্থ শ্রেণী), মাস্টাররোল কর্মচারী সমিতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১ টায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা (ভার্চুয়াল মাধ্যমে) অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।
পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, মোঃ নূরুজ্জামান, মোঃ আক্কাস আলী, কর্মচারী সমিতির (৩য় শ্রেণি) সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল। আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সংযুক্ত ছিলেন।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। উল্লেখ্য, জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মসূচি সরকারের করোনাকালীন স্বাস্থ্যবিধি ও অত্র বিশ্ববিদ্যালয়ের জারীকৃত স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাব : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির শুরুতে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মো. সাহেব আলী, ক্লাবের নির্বাহী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, মো. হুমায়ুন কবীর, দেবব্রত রায়, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, ক্লাবের নির্বাহী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, ক্লাব সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, আব্দুল মালেক, সাইদা আক্তার রিনি, এস এম নূর হাসান জনি, ক্লাবের ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, জয়নাল ফরাজী, মো. আজিজুল ইসলাম, শরিফুল ইসলাম বনি, শেখ লিয়াকত হোসেন, তিতাস চক্রবর্তীসহ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা সাংবাদিক ফোরাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১১টায় সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, এস এম কামাল হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মো. হুমায়ুন কবীর, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, সাঈদা আক্তার রিনি, মিলন হোসেন, দিলীপ পাল, শরিফুল ইসলাম বনি, রীতা রানী দাস প্রমুখ।
কেএমপি : খুলনা মহানগরী পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতারস্থ প্রতিকৃতিতে ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কেএমপি পুলিশ লাইন্স জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারসহ সকল শহীদের স্মরণে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলে কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ফোর্স অংশগ্রহণ করেন।
খুলনা জেলা পরিষদ : খুলনা জেলা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যেমে পালিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় খুলনা জেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্প স্থাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮.১০ টায় জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। অতঃপর জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে সকাল ৮.৩০ টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্থাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর পক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, শেখ আবু জাফর, জেসমিন পারভীন জলি, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এসব কর্মসূচীতে অংশ নেন।
এছাড়াও সকাল ৮-০০ টা থেকে সন্ধ্যা ৬-০০ টা পর্যন্ত জেলা পরিষদ দপ্তরে কোরআন তেলাওয়াত করা হয় এবং বাদ যোহর জেলা পরিষদ জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান ও খুলনা ধর্মসভা মন্দির, কয়লাঘাট কালী মন্দির, কালীবাড়ী মন্দির ও কয়লাঘাট ব্যাপিষ্ট চার্চে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩.৩০ টায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এর তাৎপর্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাজ্জদুর রহমান, প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু , আব্দুল মান্নান গাজী, এস এম খালেদীন রশিদী সূকর্ত, জয়ন্তী রানী সরদার, খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা আছিকুর রহমান দোলন সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তি এবং সমাজের বিশিষ্ট জন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপদ পাল, সচিব, জেলা পরিষদ, খুলনা ।
বিএমএ খুলনা : জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’ খুলনা শাখার পক্ষ থেকে বিএমএ ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু স্মৃতি মূর্যাল’ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে ও খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ এর সঞ্চালনায় সকাল ৯.৩০ মিঃ বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সহ-সভাপতি ডা. মোল্যা হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, ডা. আনোয়ারুল আজাদ, ডা. আর কে নাথ, ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. সাদিয়া মনোয়ারা উষা প্রমূখ
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কাজী হামিদ আজগর, অধ্যাপক ডা. এম এ আহাদ, মুন্সি রেজা সেকেন্দার, ডা. সুজাত আহম্মেদ, অধ্যাপক ডা. এস কে বল্লভ, ডা. সুমন রায়, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, ডা. হিমেল সাহা, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ।
স্বাচিপ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার পক্ষ থেকে সকাল ৮:৩০ মি: খুলনা মেডিকেল কলেজ চত্ত¡রে নবনির্মিত “চিরঞ্জীব মুজিব” বঙ্গবন্ধুর মূর্যাল এ পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম, সাধারণ সম্পাদক ও স্বাচিপ, কেন্দ্রীয় কামিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, ডা. বিষ্ণু পদ সাহা, ডা. সুমন রায়, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস.এম. তুষার আলম, ডা. মো: জিল্লুর রহমান তরুন, ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভি, ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, ডা. অনল রায়, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. সুদীপ পাল।
পূজা উদ্যাপন পরিষদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখা ২টি পর্বে ভাগ করে খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে বেলা ১১:৩০ টায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐুর সভাপতিত্বে প্রথমপর্বে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন। আর্য্য ধর্মসভা মন্দির খুলনার প্রধান পুরোহিত শিবু ভট্টাচার্য বিশেষ প্রার্থনাসভা পরিচালনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোসাঃ শাহানাজ পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরীফি, বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মানুরাগী গৌতম লস্কর প্রমুখ।
দ্বিতীয়পর্বে বেলা ১২টায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিনহাজ উজ-জামাল সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, মহানগর পূজা পরিষদ কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, খুলনা মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশ্বজিৎ দে মিঠু, উজ্জ্বল ব্যানার্জী, প্রণব চক্রবর্ত্তী, ভবেশ সাহা, ভোলানাথ দত্ত, সুশীল দাস, সুজিত মজুমদার, মানিক শীল, রবন দাস প্রমুখ।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা প্রদান করা হয়। এছাড়া পরিচালক হাসপাতাল ডাঃ এম. এ. আলীর সভাপতিত্বে বাদ যোহর হাসপাতালে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ডাঃ মোঃ আসাদুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ আবু আসফার, পরিচালক ডাঃ রফিকুল হক বাবলু, ডাঃ মোস্তফা কামাল, ভাইস প্রিন্সিপাল ডাঃ মাসুদ ইমতিয়াজ, ম্যানেজার এ্যাডমিন এন্ড এইচআর মোঃ হামিদুল ইসলাম খান, ম্যানেজার আইটি মোঃ সাইদুল ইসলামসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শহদী সোহরাওয়ার্দী কলেজ : খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর পরিবেশে পালিত হয়। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজ ধারন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মাজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্যানেল মেয়র আলী আকবর টিপু। আলোচনায় অংশ নেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ জামাল উদ্দিন, শেখ শওকত হোসেন, অধ্যাপক মিনু মমতাজ, আসাসউল্লাহ, ইমরান হোসেন, রায়হান উদ্দীন প্রমুখ