বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস বলেছেন, বিদ্যুৎ ও পানির মুল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। জনজীবনে সংকট তৈরী হবে। তাই অবিলম্বে অযৌক্তিক পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।
গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে দিনব্যাপী খুলনা মহানগর কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির নেতারা খুলনার আলিম জুটমিলে মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদান, করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের কাছে দাবি জানান।
দলের নগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, নগর নেতা মনিরুজ্জামান, মো. মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ন চন্দ্র সাহা, কৌশিক দে বাপী, অজয় কুমার দে, আরিফুর রহমান বিপ্লব, বাবুল আখতার, অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়ার্দ্দার, হাফিজুর রহমান প্রমুখ।
সভায় পানি, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, আলিম জুট মিল শ্রমিকদের বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিতে আগামী ১১ মার্চ বিকালে নগরীতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।