বিদ্যুতের অযৌক্তিক-অন্যায় মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে : ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকার পর পর ৮ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলো। যখন দেশের গরীব, মধ্যবিত্ত, নি¤œ আয়ের মানুষের এই ঊর্ধ্বগতি বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন সরকার আবারো অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়ালো। ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ এই অযৌক্তিক-অন্যায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের জোর দাবী করেন।
গত শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে অনুষ্ঠিত কর্মিসভায় পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এভাবেই তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। কমরেড বাবু খাঁর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্যের বাড়ির সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান সেখ সাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সম্পাদকমÐলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকমÐলীর সদস্য খলিলুর রহমান। কর্মিসভায় বক্তৃতা করেন শেখ হোসেন আলী, আইয়ুব আলী, মিজানুর রহমান বাবলু, মুজিবর মুন্সী, লিয়াকত হোসেন, জসিম গাজী প্রমুখ নেতৃবৃন্দ। কর্মিসভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের মধ্যে ওয়ার্কার্স পার্টি দিঘলিয়া উপজেলা কমিটির সম্মেলন করতে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।