বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
৫০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট কাস্টমস। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সিভিল এভিয়েশন সুপারভাইজার মো. এনামুল এ তথ্য নিশ্চিত করেছেন। তার কাছ থেকে ওমান, বাহারাইন, কুয়েত, ইউএস’র মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবদুল শুক্কুর। সে হাটহাজারী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ছেলে।
মো. এনামুল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠালের কার্টনে তলাশি চালিয়ে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের সময় তার কাছ থেকে আমিরাতের ১৯৯৭৮ দিরহাম, ওমানের ৯০৪০ রিয়াল, বাহরাইনের ৪৩০ দিরহাম, কুয়েত ৩০৭৫ দিনার, ইউএস ১৩,৫৮৫ ডলার উদ্ধার করা হয়।