January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

বিদেশি জাহাজে পরিপূর্ণ মোংলা বন্দরের জেটি

দ. প্রতিবেদক
বর্তমান সরকারের ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে মোংলা এখন ক্রমশই উন্নতির দিকে ধাপিত হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় গতকাল রবিবার মোংলা বন্দরের সবকয়টি জেটিতে বিদেশগামী জাহাজে পরিপূর্ণ। জেটির ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ায় একই সাথে ৫টি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা হয়।
ডেইজি, লাইবেরিয়ার জাহাজ জেনারেল কার্গো নিয়ে, কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, সিঙ্গাপুরের জাহাজ কন্টেইনার নিয়ে, কোটাহরম্যাট, সিঙ্গাপুরের জাহাজ কন্টেইনার নিয়ে, হনর পেসক্যার্ডস, পানামার জাহাজ প্রজেক্ট কার্গো নিয়ে ও মালয়েশিয়া স্টার, মালয়েশিয়ার জাহাজ গাড়ী নিয়ে মোংলা বন্দর জেটিতে বার্থিং করেন।
জেটিতে অবস্থানরত জাহাজগুলোর মধ্যে ৭ মিটার ড্রাফটের জাহাজ রয়েছে ২টি। জেটিতে ৫টি জাহাজসহ বর্তমানে মোট ১১টি জাহাজ বন্দরে অবস্থান করছে। মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি ও সময়পোযোগী পদক্ষেপের কারণে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশী জাহাজে পরিপূর্ণ। বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *