January 21, 2025
জাতীয়

বিত্তবানরা আরও এগিয়ে আসুন: শিল্প প্রতিমন্ত্রী

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর, ইব্রাহীমপুর বাজার ও দক্ষিণ কাফরুলে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা রোগের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে। পাশাপাশি সারাদেশের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম-কানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের সাহায্যার্থে শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এদিন প্রায় ৭০০ পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, একটি সাবান ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক নেতারা এসব উপকরণ নিম্ন আয়ের মানুষদের কাছে পৌঁছে দেন। এ সময় কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *